Featured

Type Here to Get Search Results !

যে দামে কেনা, সে দামে বেচা

লাকসামে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উদ্যোগ 

নিজস্ব প্রতিবেদক: দ্রব্য মূল্য সাধারণ মানুষের নাগালের বাহিরে যাওয়ায় "যে দামে কেনা, সে দামে বেচা" কর্মসূচী চালু করেছে স্টুডেন্ট কমিউনিটি লাকসাম। লাকসাম উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গত ২৫ অক্টোবর (শুক্রবার) থেকে লাকসামের পশ্চিমগাঁও সামনির পোলের মাথায় ও বাইপাসস্থ হাউজিং এস্টেট জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই কর্মসূচী চালু রয়েছে। সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ বিক্রয় কার্যক্রম চালু থাকে। প্রতিদিন শত শত নারী-পুরুষ পৃথক লাইনে দাঁড়িয়ে শাক-সবজিসহ প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করছেন। 
সরজমিনে গিয়ে দেখা যায়, "যে দামে কেনা, সে দামে বেচা" স্টলগুলোতে টমেটো ১৪০, করলা ৬০, লাউ ৩০, বেগুন ৫০/৩০, মুলা ৩০, শিম ১৪০, পটল ৪০, শসা ৩৫, কাঁচা মরিচ ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

 "যে দামে কেনা, সে দামে বেচা" কর্মসূচির উদ্যোক্তা লাকসাম সুরক্ষা সিটির চেয়ারম্যান আসাদুজ্জামান ভু্ট্টু জানান, নিত্য প্র‍য়োজনীয় সামগ্রি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় আমরা এই কর্মসূচী হাতে নিয়েছি। প্রতিদিন শত শত মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষ বাজার মূল্যের প্রায় অর্ধেক দামে তাদের প্রয়োজনীয়  সামগ্রী কিনতে পেরে মহা খুশি। যতদিন শাক-সবজিসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাজার দাম নিয়ন্ত্রণে না আসবে ততোদিন আমাদের এই পদক্ষেপ অব্যাহত থাকবে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার