নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আলি হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকার স্থানীয় লোকজন জানায়, নিহত আলী হোসেন ওই গ্রামের কৃষক খালেক মিয়ার ছেলে। সকালে ঝাড় থেকে বাঁশ কাটার সময় পাশে থাকা বিদ্যুতের মেইন লাইনের তারের উপর বাঁশ পড়ে। এসময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা কালবেলাকে এ তথ্য নিশ্চিত করে জানান, সকালের দিকে নিজ বাড়ির পাশে বাঁশ ঝাড় থেকে আলী হোসেন বাঁশ কাটছিলেন। এ সময় ঝাড়ের পাশ দিয়ে যাওয়া মেইন লাইনের বৈদ্যুতিক তারে কাটা বাঁশ স্পর্শ করে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।