নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) গ্রেপ্তার মাদক কারবারি মোঃ দেলোয়ার হোসেনকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়।
লাকসাম থানার ওসি নাজনিন সুলতানা জানান, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে এগারোটায় ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
মাদক কারবারি মোঃ দেলোয়ার হোসেন প্রকাশ ডাক্তার সাব (৩৯) রাজঘাট উত্তর পাড়ার বাদশা মিয়ার ছেলে।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রাজঘাট উত্তরপাড়া শিন্নি ঘরের সামনে মাদক বিক্রিকালে এসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি করে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে লাকসাম ও চৌদ্দগ্রাম থানায় আরও ৩টি মাদক মামলা রয়েছে।