Featured

Type Here to Get Search Results !

রেলওয়েকে কালো বিড়াল মুক্ত করতে হবে

লাকসামে এমপ্লয়িজ লীগের শ্রমিক সমাবেশে ড. সরওয়ার সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক: 'শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য' -এ শ্লোগানকে সামনে রেখে ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ লাকসাম শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) লাকসাম রেলওয়ে জংশন স্টেশন প্লাটফর্মে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি এবং কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সম্ভ্যাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেন, রেলওয়ের কালো বিড়াল খুঁজে বের করতে হবে। রেলওয়েকে কালো বিড়াল মুক্ত করতে হবে। একজন মন্ত্রী এ কালো বিড়াল ধরার জন্য শপথ নিয়ে নিজেই কালো বিড়াল হয়ে গেলেন। রেলের যত সম্পত্তি আছে এগুলো পরিকল্পিতভাবে ইজারা দিলে তার আয় দিয়েই রেলওয়ের বেতন যথেষ্ট।  দুর্নীতি এমন পর্যায়ে, গ্রাহক সেবার মান-যাত্রী সেবার মান এতো নিম্ন পর্যায়ের যা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য। আর বিআরইএল (বাংলাদেশ রেলওয়ে এপ্লায়িজ লীগ) শ্রোতের বিপরীত ধারায় এ দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে পাশাপাশি নৈতিকতার পক্ষে। পাঁচ তারিখের পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন সেক্টরে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হচ্ছে। রেলওয়ের কোন কোন জায়গায় দুর্নীতি হয় তা চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

রেলওয়ে এমপ্লয়িজ লীগ লাকসাম শাখার সভাপতি মীর আব্দুল খালেকের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় কার্যকরি সভাপতি মোঃ সেলিম পাটোয়ারী। 

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, রেলওয়ে এমপ্লয়িজ লীগ কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মু. জয়নাল আবেদীন পাটোয়ারী, শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসাম পৌরসভা সভাপতি একেএম শাহ আলম, পৌরসভা জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ নুরে আলম।

রেলওয়ে এমপ্লয়িজ লীগ লাকসাম শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিনের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন, রেলওয়ে এমপ্লয়িজ লীগ কেন্দ্রীয় কার্যকরী সদস্য আজিম উদ্দিন, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসাইন, আবুবকর জাহিদ, লাকসাম শাখার যুগ্ম সম্পাদক মোঃ সোলায়মান সুমন, কোষাধ্যক্ষ আখতারুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার