নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলহাজতে থাকা লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক নেতা সাইমুন রহমান রকি ও সাইদ হাসান শাকিলের নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ অক্টোবর) বিকেলে লাকসাম-মনোহরগঞ্জ দুই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাইপাস এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সাবেক ছাত্রনেতা সাইমুন রহমান রকি ও সাইদ হাসান শাকিলের মুক্তি দাবি ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, তারা আওয়ামী দুঃশাসনের শিকার, জাতীয়বাদের সত্যিকারের অকুতোভয় যোদ্ধা।
বক্তারা আরও উল্লেখ করেন, হামলার ঘটনার সময়ের সুরক্ষা হাসপাতালের সিসিটিভি ফুটেজ রেকর্ড উদ্ধার করলে ঘটনার রহস্য উন্মোচন হবে। এ সময়
কারান্তরীণ ছাত্রনেতাদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
পরে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা ছাত্রদল ও সরকারি কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে লাকসাম পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা গেইটের সামনে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ২১ জুন লাকসাম দক্ষিণ বাইপাস সুরক্ষা হাসপাতালের সামনে মারামারির ঘটনায় দুপক্ষের লোকজন আহত হয়। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছাত্রলীগের নেতা ইফতেখার অনিক, ফেরদৌস আলম সৌরভকে ঢাকায় পাঠানো হয়। ২৮ জুন ইফতেখার অনিকের মৃত্যু হয়।