মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হুজ্জাতুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মহান বিজয় দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাদ্রাসার দাতা সদস্য অধ্যাপক সাইদুর রহমান।
সহকারী অধ্যাপক মোঃ মীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মাওলানা ইউসুফ ফারুকী, সহকারী অধ্যাপক , মোঃ আব্দুল্লাহ আল নুর, সিনিয়র শিক্ষক জাফর ইকবাল কাসেম, শামসুল আলম বিএসসিসহ অন্যান্য শিক্ষকমন্ডলী।
অনুষ্ঠানে মেধা পুরস্কার, শ্রেষ্ঠ শিক্ষক ও ইউএনও কাপ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।