নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামের বাকই দক্ষিণ ইউনিয়নের কোটইশা এলাকায় স্বাধীন স্কুল এন্ড কলেজর বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৮ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শাহরিয়ার ইকবাল মজুমদারের প্রানবন্ত পরিচালনায় এবং স্বাধীন স্কুল এন্ড কলেজের সভাপতি ও স্বাধীন বিজনেস ফোরামের ব্যাবস্থাপনা পরিচালক সাংবাদিক ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লাকসাম উপজেলা যুবদলের আহব্বায়ক জিল্লুর রহমান ফারুক। প্রধান বক্তা ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আনিছুর রহমান দুলাল। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক প্রফেসর আবুল হোসেন, বাকই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দুলাল হোসেন মেম্বার, বিশিষ্ট সমাজ সেবক মিনহাজ উদ্দিন মানিক, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বাবুল।
বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নূরউদ্দিন জালাল আজাদ, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ-সাধারণ সম্পাদক জাফর আহমেদ, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম শাহিন, ক্রিড়া সম্পাদক আফরাতুল করিম রিমু, নির্বাহী সদস্য সৌরভ হোসেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াত, বিভিন্ন সংগীত, আবৃতি, নৃত্য, গান নাচের মুগ্ধতায় উচ্ছ্বসিত ছিলো পুরো স্কুল প্রাঙ্গন। দিনব্যাপি বিভিন্ন আয়োজন আগত অতিথিদের প্রশংসা কুড়ায়। বিভিন্ন ইভেন্টে বিজয়ীসহ সেরা শিক্ষার্থী, শিক্ষক ও সেরা অভিভাবক পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাধীন বিজনেস ফোরামের চেয়ারম্যান জামাল হোসেন মজুমদার, স্বাধীন বিজনেস ফোরামের পরিচালক লোকমান হোসেন, ইউসুফ মজুমদার, সাইফুল ইসলাম, স্বাধীন বিজনেস ফোরামের উপব্যবস্থাপনা পরিচালক নুর নবী জুয়েল, আবু তাহের মেম্বার, রুবেল হোসেনসহ ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।