লাকসামে ভাষা সৈনিক আব্দুল জলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম প্রেসক্লাবের আয়োজনে ভাষা সৈনিক সাংবাদিক আব্দুল জলিল স্মৃতি হোন্ডা-ফ্রীজ কাপ ফুটবল টুর্নামেন্টের ৮ম দিনে নকআউট পর্বের শেষ খেলায় কুমিল্লার লালমাইয়ের ভুশ্চি আব্দুল্লাহ ফুটবল একাডেমিকে ১-২ গোলে হারিয়ে চট্টগ্রাম টাইগারপাস সেভেন স্টার ক্লাব জয়লাভ করে।খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সেভেন স্টার ক্লাবের মনির হোসেন।
সাংবাদিক নুর উদ্দিন জালাল আজাদের সভাপতিত্বে রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে লাকসাম স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি ছিলেন, লাকসাম পৌরসভার সাবেক মেয়র ভাইয়া গ্রুপের অন্যতম পরিচালক আলহাজ মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মীর মোঃ আবু বকর সিদ্দিক, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আফরাতুল করিম রিমু, আপ্যায়ন সম্পাদক আবুল হোসেন বাবুল, সমাজ কল্যাণ ওমর ফারুক, সদস্য শহিদুল ইসলাম, আব্দুর রশিদসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ। শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, মেহেদী হাসান মিলন। সহকারী হিসেবে ছিলেন, জাহাঙ্গীর আলম ও সোহেল ভুইয়া। ফোর্থ রেফারি ছিলেন, এনায়েত উল্লাহ হেজাজি। ম্যাচ কমিশনার ছিলেন, রাসেল আহমেদ।
টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার ১৬টি দলের মাঝে নকআউট পর্ব শেষে দ্বিতীয় রাউন্ডে ৮টি দল অংশগ্রহণ করবে।
আগামী মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় লাকসাম শান্তা হসপিটাল একাদশ বনাম বরুড়া বর্ণমালা ফুটবল একাডেমির মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।