নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজার এলাকায় তিশা বাসের ধাক্কায় সৈয়দপুর গ্রামের জামায়াত কর্মী জসিম উদ্দিন (৪৫) নিহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুর সফরে যাওয়ার পথে লালমাই উপজেলা জামায়াতের নেতা-কর্মীরা তাকে স্বাগত জানাতে বাগমারা বাজারের হাইস্কুল সংলগ্ন বালুর মাঠে জমায়েত হন।
এ সময় রাস্তা পার হওয়াকালে লাকসামগামী বেপরোয়া গতির একটি তিশা বাস জসিম উদ্দিনকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বাসটি খুবই দ্রুতগতিতে চলছিল। ফলে জসিম উদ্দিন সড়ক পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।