মোঃ আবুল কালাম: কুমিল্লার লাকসামে বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, অনতিবিলম্বে নির্বাচন দিন। আর কালক্ষেপণ করবেন না। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাবো। দেশের উন্নয়ন ও শৃংখলার জন্য একটি স্থিতিশীল সরকার জরুরি।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশকে ধ্বংস করে দিয়ে গেছে। বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, রাষ্ট্রীয় সকল বিভাগ ধ্বংস করে গেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। নিজেরা নিজেরা ভোট করে তারা সরকার গঠন করেছে। লাকসামের হিরু-হুমায়ুনসহ সাড়ে সাতশ নেতৃবৃন্দকে গুম করা হয়েছে। তাদের সন্তানরা এখনো চোখের পানি ফেলছে।
আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি করবো। আমরিও সংস্কার চাই। তবে এদেশের সাধারণ মানুষ সংস্কার বুঝে না। তারা বুঝে মোটা চাল, আর মোটা কাপড়।
জনসভায় প্রধান বক্তা বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি মেনে নেবে না। দু'চারজন নাবালক উপদেষ্টার কথা শুনে সিদ্ধান্ত নেবেন না।
তিনি বলেন, একাত্তরে শেখ মুজিব পাকিস্তানীদের কাছে আত্মসমর্পণ করেছিলেন আর আওয়ামী লীগের নেতা কর্মীরা আত্মগোপন করে। ঐ ক্রান্তিকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশের হাল ধরেন। শেখ মুজিবের পরিবারের কেউ এবং আওয়ামী লীগের কেউ মুক্তি যুদ্ধে অংশগ্রহণ করে থাকলে আমি হিজরত করে চলে যাবো। যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না তারা এদেশে ভোট চাওয়ার অধিকার রাখে না।
লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালামের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-৯ আসনের সাবেক এমপি কর্ণেল অব. এম আনোয়ারুল আজিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কফিল উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমীর, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শাহ সুলতান খোকন, লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, মনোহরগঞ্জ না বিএনপির সাবেক সভাপতি আলহাজ ইলিয়াস পাটোয়ারী, লাকসাম পৌরসভা বিএনপির আহবায়ক মোঃ আবুল হাশেম মানু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাঃ নূর উল্লাহ রায়হান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মজির আহমদ, নবাব ফয়জুন্নেছার বংশধর আয়াজ আলী চৌধুরী, গুম হওয়া বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরুর ছেলে রাফসান ইসলাম, হুমায়ুন কবির পারভেজের ছেলে শাহরিয়ার কবির রাতুল।
লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শাহ আলম, মোশারফ হোসেন মুশু ও পৌরসভা বিএনপির সদস্য সচিব বেলাল রহমান মজুমদারের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-১০ আসনের সাবেক এমপি আব্দুল গফুর ভুইয়া, কুমিল্লা বিভাগীয় সম্পাদক অধ্যক্ষ সিলিম ভূইয়া, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হাসান মাহবুব শ্যামল, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আখতারুজ্জামান সরকার, সদস্য সচিব এএফ তারেক মুন্সী, লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব রহমান বাদল, লাকসাম পৌরসভা বিএনপির আহবায়ক আবুল হাশেম মানু, সদস্য সচিব আবুল হোসেন মিলন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব সরওয়ার ভুইয়া জাহান দোলন প্রমুখ।