Featured

Type Here to Get Search Results !

পানিতে ডুবে রহস্যজনক মৃত্যু সাঁতার জানা মিরাজের!

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে সাঁতার জানা কিশোর আরাফাত হোসেন মিরাজের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার শ্রীয়াং উত্তর পাড়া মসজিদের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

নিহত আরাফাত হোসেন মিরাজ (১৪) উপজেলার শ্রীয়াং উত্তর পাড়ার সেকান্দর ডাক্তার বাড়ির প্রবাসী আব্দুল মতিনের ছেলে। সে শ্রীয়াং আলহাজ ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।

স্থানীয় লোকজন জানায়, বেলা সাড়ে ১১টায় সে পুকুরে গোসল করতে নামে।  দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে লোকজন পানিতে নেমে মসজিদের ঘাটলার পাশ থেকে তার নাক-মূখে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিক তাকে স্থানীয় নাসা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মা আকলিমা বেগমের অনুরোধে লাকসাম থানা পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্কুল ছাত্র আরাফাত হোসেন মিরাজের মৃত্যুতে তার সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে, সাঁতার জানার পরও স্কুল ছাত্র মিরাজের পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, তাদের পরিবারের কারো কোন অভিযোগ নেই।তার মা আকলিমা বেগমের অনুরোধে বিনা ময়নাতদন্তে মিরাজের মরদেহ তার মায়ের জিম্মায় দেয়া হয়।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার