নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বিজিবি-১০ ব্যাটালিয়ন ২৯ লাখ টাকার অবৈধ ভারতীয় মদ এবং বিভিন্ন প্রকার সিগারেট আটক করেছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১২টার দিকে বিজিবি কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবির বাজার বিওপি’র গোলাবাড়ী পোষ্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিষ্ণুপুর হতে প্রায় ২৯ লাখ টাকার ভারতীয় অবৈধ ৬০ বোতল মদ এবং ১১ হাজার ৩ শত ৪০ প্যাকেট সিগারেট আটক করা হয়। মালিক বিহীন জব্দকৃত এসব মালামাল কাস্টমসে জমা করা হবে বলে বিজিবি সুত্রে জানা যায়।