বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে লাকসাম বাইপাস রোডে চেকপোস্ট স্থাপন করে টহল দল। রাত ১০টায় একটি বাস বেপরোয়া গতিতে চলতে থাকলে সন্দেহজনক মনে হওয়ায় সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বাসচালকের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদকে জানানো হয়। তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত চালক পারভেজকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০,০০০ টাকা জরিমানা করেন।
অভিযুক্ত বাস চালক পারভেজ (৩২) ঝালকাঠি জেলার রাজাপুর সদর ইউনিয়নের গালুয়া দুর্গাপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।
বাসের যাত্রীরা জানায়, বাসটি হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নিয়ে রিজার্ভ করে মন্দিরে ভ্রমণের উদ্দেশ্যে চকরিয়া থেকে চৌমুহনী আসে। পরে চৌমুহনী থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে লাকসাম বাইপাস রোড এলাকায় আটক করা হয়।
যৌথ বাহিনী জানিয়েছে, এই ধরনের অভিযান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অবৈধ কার্যকলাপ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আরও জানায়, ভবিষ্যতেও এ ধরনের চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে।
লাকসাম উপজেলার প্রশাসন সাধারণ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং মাদকদ্রব্য সংক্রান্ত যে কোনো তথ্য প্রশাসনকে জানাতে অনুরোধ করা হয়েছে।