বৃহস্পতিবার (৩ মার্চ) মনোহরগঞ্জের পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান শেষে বিকেলে তিনি ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়ার গ্রামের বাড়িতে যান।
ঐদিন সচিব মো. নজরুল ইসলাম ব্যারিস্টার গোলাম সরওয়ারের বাড়িতে এসে পৌঁছুলে সাতেশ্বর গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়া উদ্দিন, কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল কুমার দে, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক আলী মর্তুজা, খিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব মজুমদার, বিএনপি নেতা শহীদ উল্লাহ, আবু তাহের (আর্মি), আনোয়ার হোসেন, মন্টুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়ার পিতা হাজী মোঃ আব্দুল মালেক ভুঁইয়া গত ১১ মার্চ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। পরে তাঁকে সাতেশ্বর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।