Featured

Type Here to Get Search Results !

যাত্রীদের পকেট কাটছে তিশা বাস

নিজস্ব প্রতিবেদক: প্রিয়জনদের সাথে ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। এ সুযোগকে কাজে লাগিয়ে যাত্রী সাধারণের পকেট কাটছে লাকসাম-ঢাকা তিশা বাস সার্ভিস। ২৩০ টাকার ভাড়া নিচ্ছে সাড়ে তিন শত টাকা। 

শনিবার (৫ এপ্রিল) বিকেলে লাকসাম বাইপাস গরু বাজার তিশা বাস কাউন্টারে গিয়ে দেখা যায়, ঢাকা মূখী যাত্রীদের লম্বা লাইন। রাস্তার উপরও ভীড় করছে নানা বয়সের যাত্রীরা। কেউ গাছ তলায়, কেউ বিল্ডিংয়ের ছায়ায় আশ্রয় নিয়েছে।

ঢাকাগামী এক যাত্রী জানান, লাকসাম থেকে ঢাকার ভাড়া এক লাখে প্রায় দ্বিগুণ করা হয়েছে। এটা খুবই অমানবিক। প্রশাসন দেখেও দেখছে না। তাছাড়া বাসের কৃত্রিম সংকট দেখিয়েও যাত্রীদের হয়রানি করা হচ্ছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

এক গর্ভবতী নারী যাত্রী বলেন, আমি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছিলাম। কাউন্টারে বিষয়টি জানালেও আমাকে টিকিট দেয়নি, ফিরিয়ে দিয়েছে।

শাহরিয়ার নামে এক যাত্রী বলেন, তিশা সার্ভিসের অনেকগুলো বাস রয়েছে। কিন্তু কৃত্রিম সংকট তৈরির জন্য তারা 'বাস নেই' দাবি করে একদিকে টিকিটের দাম বাড়িয়েছে, অন্যদিকে যাত্রীদের লম্বা লাইন সৃষ্টি হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ বিষয়ে তিশা বাস সার্ভিসের ব্যবস্থাপক শরিফুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে সামান্য ভাড়া বাড়ানো হয়েছে। এখন ন্যায্য ভাড়া তিনশ' টাক নেয়া হয়। 

বাস সংকটের বিষয়ে তিনি বলেন, ঢাকায় হিন্দু সম্প্রদায়ের পূজা হচ্ছে। এজন্য রাস্তায় জ্যাম সৃষ্টি হয়েছে। তাই গাড়িগুলো ধীরে ধীরে আসা-যাওয়া করছে।

লাকসাম পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ জানান, খবর নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার