Featured

Type Here to Get Search Results !

মনোহরগঞ্জ পদ্মা জেনারেল হসপিটাল উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা: উপজেলাবাসীকে সুচিকিৎসা নিশ্চিতের প্রত্যয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে মনোহরগঞ্জ পদ্মা জেনারেল হসপিটাল উদ্বোধন করা হয়েছে। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সদরে মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় হসপিটালের এমডি মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খোকন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মনোহরগঞ্জ পদ্মা জেনারেল হসপিটাল উপজেলার হতদরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবে বলে আমরা আশাবাদী। বিশেষ করে এখানকার গরিব মানুষগুলো যেন কম খরচে উন্নত সেবা পান সে লক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ কববেন। এ সময় তিনি ভুল চিকিৎসায় যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির সাবেক সহ-সেক্রেটারি মোঃ আবুল কালাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর। 

এসময় আরো উপস্থিত ছিলেন, হসপিটালের পরিচালক আবদুল্লাহ আল মামুন, মোঃ শাহাজান, যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম মমিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার