Featured

Type Here to Get Search Results !

আ'লীগ নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর উপজেলার আড়াইওড়া এলাকায় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক মুন্নার বসতবাড়ি থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মুন্নাকে বাড়িতে পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে তিনটায় এই অভিযান চালানো হয়।

অভিযুক্ত ওমর ফারুক মুন্না আড়াইওড়া এলাকার মৃত রূপ মিয়ার ছেলে। দীর্ঘদিন সে রাজনৈতিক পরিচয়ে প্রভাব বিস্তারসহ অপরাধের সাথে জড়িত থাকার বলে অভিযোগ রয়েছে।

অভিযানে মুন্নার বাড়ি থেকে ১টি ধারালো ছুরি, চেকোস্লোভাকিয়ায় নির্মিত ১টি রাইফেল ও ১টি বিদেশি শটগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, একইদিন ভোররাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণনগর এলাকায় পৃথক অভিযানে ২৭.৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোররাতে র‌্যাব-১১, সিপিসি-২'র একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিন উপজেলার জয়পুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ সাকিল (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৭.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  

গ্রেফতারকৃত মোঃ সাকিল কুমিল্লা সদর দক্ষিন মডেল থানার কৃষ্ণনগর উত্তরপাড়া গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক, উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, র‌্যাব'র মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। 

Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার