নিজস্ব প্রতিবেদক: মে দিবস উপলক্ষে লাকসামে মজদুর শ্রমিক ট্রেড ইউনিয়নের আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম মজদুর শ্রমিক ট্রেড ইউনিয়নের (রেজিঃ ৩০৪) সভাপতি সফিকুর রহমান সর্দার ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে র্যালীটি পৌরসভা রোড থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যাংক রোড চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি তুলে ধরে সমাবেশে বক্তব্য রাখেন, লাকসাম মজদুর শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি সফিকুর রহমান সর্দার, সহ-সভাপতি জুনাব আলী সর্দার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান সর্দার, সহ-সাধারণ সম্পাদক শামছুল হক, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম সর্দার, কোষাধ্যক্ষ মোঃ খোকন মিয়া, শ্রমিক সর্দার সফিক মিয়া, শ্রমিক সর্দার আমিনুল ইসলাম। এ সময় লাকসাম দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন মোকামের সর্দার ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।