Featured

Type Here to Get Search Results !

লাকসামে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে রোকসানা আক্তার (২০) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মঙ্গলগাও স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রোকসানার স্বামী পারভেজ হোসেন ফয়সাল মঙ্গলগাও গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। 

জানা গেছে, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পলকোট গ্রামের মোঃ আলী আশরাফের মেয়ে মোসাঃ রোকসানা আক্তারের সাথে ৭/৮ মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় পারভেজ হোসেন ফয়সালের। বিয়ের কিছুদিন পর ফয়সাল মাদকাসক্ত হয়ে পড়ে। প্রায়ই রোকসানাকে গালি গালাজ করতো ফয়সাল।

রোকসানার পরিবারের দাবি- পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে রোকসানার স্বামী মো. ফয়সাল তাকে হত্যা করেছেন। তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। 

অন্যদিকে, নিহত রোকসানার স্বামী ফয়সালের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি আত্মহত্যার ঘটনা। দাম্পত্য জীবনে কিছুদিন ধরেই মনোমালিন্য চলছিল, এতে রোকসানা মানসিক চাপে ছিল। 

এদিকে, ঘটনার তদন্তে আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে নেমেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। 

এ বিষয়ে লাকসাম থানার ওসি নাজনিন সুলতানা বলেন, খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ রোকসানা আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

তিনি আরো বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার