নিজস্ব প্রতিবেদক: মনোহরগঞ্জে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারীসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোহরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৫ জুলাই) স্থানীয় তানজিমুল মিল্লাত মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দীন ছিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, বরং সৎ, যোগ্য, জ্ঞান-বিজ্ঞান ও নৈতিকতা সমৃদ্ধ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তাহলেই আগামীতে বাংলাদেশ একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোহরগঞ্জ উপজেলা পূর্বের সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে ও মনোহরগঞ্জ সদরের সভাপতি মীর হোসেনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, শিবিরের কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি মহিউদ্দিন রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবিরের কুমিল্লা জেলা দক্ষিণের সাবেক সভাপতি ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী, ছাত্রশিবির কুমিল্লা জেলা দক্ষিণ দাওয়াহ ও শিক্ষা সম্পাদক সাফায়েত উল্লাহ, প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম, মাওলানা আবুল হাশেম মোল্লা, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফয়েজুর রহমান, বিশিষ্ট চিকিৎসক ডা. কাউসার হামিদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে ২ শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা পূর্ব শিবিরের সেক্রেটারি জোবায়ের হোসেন, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মহিউদ্দিনসহ কৃতি শিক্ষার্থী, বিশিষ্টজন, অভিভাবক ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।







.jpg)



