Featured

Type Here to Get Search Results !

শুধু একাডেমিক পড়াশোনা নয়; নৈতিকতা, শৃঙ্খলা ও চারিত্রিক দৃঢ়তার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে -ড. সরওয়ার ছিদ্দিকী

লাকসামে অনার্স নবীন শিক্ষার্থীদের বরণ করলো নওয়াব ফয়জুন্নেছা কলেজ ছাত্রশিবির
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকালে কলেজের আলীগড় ভবনের হল রুমে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। 

কলেজ শাখা ছাত্রশিবির সভাপতি ইয়াকুব হাসান রিফাতের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও কুমিল্লা মহানগর শিবির সভাপতি হাসান আহমেদ।

নবীন বরণ অনুষ্ঠানের প্রধান বক্তা কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন ছিদ্দিকী বলেন, “নবীন শিক্ষার্থীরা আমাদের আগামী দিনের সম্পদ। শুধু একাডেমিক পড়াশোনা নয়; নৈতিকতা, শৃঙ্খলা ও চারিত্রিক দৃঢ়তার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত পাঠ্য অধ্যয়ন এবং সৎ সাহসের সঙ্গে লক্ষ্য অর্জনের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।”

তিনি আরও সতর্ক করে বলেন, “বর্তমান যুগে প্রযুক্তি বড় সুযোগ হলেও এর অপব্যবহার তরুণ প্রজন্মের জন্য হুমকি। তাই অযাচিত মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের পরিবর্তে জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার চর্চায় মনোযোগী হওয়া জরুরি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা দক্ষিণ ছাত্রশিবির সভাপতি মহি উদ্দিন রনি, সেক্রেটারি জাহিদুল ইসলাম চৌধুরী, লাকসাম কলেজ শাখার সাবেক সভাপতি আমিমুল ইসলাম, লাকসাম শহর সভাপতি নাজমুল ইসলাম, কলেজ সেক্রেটারি মোবারক হোসেন রায়হানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক ও নবীন-প্রবীণ শিক্ষার্থীরা।

লাকসাম শহর শাখা ছাত্রশিবির সেক্রেটারি ইউসুফ আরাফাত সানির সঞ্চালনায় ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয় এবং তাদের সংগঠনের পতাকাতলে আসার আহ্বান জানানো হয়।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার