Featured

Type Here to Get Search Results !

দীর্ঘ ১৩ বছর পর অনুষ্ঠিত হলো লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৩ বছর পর লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের গোপন ভোটে শিক্ষক সমিতির (এডহক) কমিটি-২০২৫ গঠিত হয়। 

১০ আগস্ট বিকেলে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সমিতি সূত্রে জানা যায়, ২০১২ সালের পর লাকসাম উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সর্ববৃহৎ সংগঠন “লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি'র নির্বাচন হয়নি। নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন পর আবারও সংগঠনটি যাত্রা শুরু করেছে। ৫ আগস্ট সমিতির ২৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত হয়। নির্বাচনে কাউন্সিলরদের গোপন ভোটে সভাপতি নির্বাচিত হন- এলাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, সহ-সভাপতি মোহাম্মদ আবু ইউছুপ (ছনগাঁ সপ্রাবি), সাধারণ সম্পাদক নির্বাচিত হন- মোহাম্মদ বিল্লাল হোসেন (রেলওয়ে সপ্রাবি), সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম (গাজীমুড়া সপ্রাবি), কোষাধ্যক্ষ সম্পাদক মোঃ নূরুল আহসান (মোহাম্মদপুর সপ্রাবি)।

উল্লেখ্য,গত ২৮ জুন লাকসাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে মোট ২৫ জন কাউন্সিলর নির্বাচিত হন। ৫ আগস্ট ওই কাউন্সিলরদের গোপন ভোটে এডহক কমিটি গঠন করা হয়। এ কমিটি পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠনের পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন করবে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার