Featured

Type Here to Get Search Results !

নিখোঁজের ছয় ঘণ্টা পর ডোবা মিললো শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে নিখোঁজের ছয় ঘণ্টা পর কচুরিপানা ভর্তি ডোবা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। নিহত রিমন (৩) লাকসাম পৌরসভার রাজঘাট বেপারি বাড়ির মোঃ আলমের ছেলে।

স্থানীয় লোকজন জানায়, শুক্রবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় রিমন নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা আশপাশের এলাকায়  খোঁজাখুঁজির পর সন্ধ্যায় থানায় জিডি করেন। পরে রাস্তার দিকে যাওয়ার খবরে রাস্তার পাশে কচুরিপানা ভর্তি সোনামিয়ার ডোবায় নেমেও শিশুটিকে খোঁজা হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে রাত সাড়ে ১০টায় স্থানীয় কয়েকজন যুবককে ডোবার পানিতে নামিয়ে আবারও খুঁজতে থাকে। একপর্যায়ে কচুরিপানার নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

তবে রিমনের পরিবারের সদস্যরা জানায়, সে ঘরে কিংবা আশেপাশেই খেলাধুলা করে। সে কখনো পানির দিকে যায় না। শত্রুতা বশতঃ কেউ শিশুটিকে সেখানে নিয়ে যেতে পারে।

শিশুটির মৃত্যু নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা সন্দেহ ডালপালা মেলছে।

এ ঘটনায় শিশুটির পিতা থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য শনিবার (১১ অক্টোবর) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার