Featured

Type Here to Get Search Results !

লাকসামে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমার পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোঃ আল-আমিন। 

সভায় মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মাষ্টার সফিকুর রহমান।

সভায় লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমেদ, উপজেলা প্রকৌশলী মোঃ সাদিকুল জাহান রিদান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমাদুল্লাহ সবুজ, লাকসাম প্রেস ক্লাবের সভাপতি নুর উদ্দিন জালাল আজাদ, সহ-সভাপতি মোঃ আবুল কালাম, সেক্রেটারি মোঃ কামাল উদ্দিন অর্থ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শাহিনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

বক্তারা উল্লেখ করেন, একাত্তরের ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তানী হানাদার বাহিনী যখন বুঝতে শুরু করে যে তাদের পক্ষে যুদ্ধে জেতা সম্ভব না, তখন তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পঙ্গু করে দেয়ার জন্য পরিকল্পনার অংশ হিসেবে এদেশের চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক, চলচ্চিত্র নির্মাতাসহ অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করা হয়।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার