বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর বংশধররা
পশ্চিমগাঁয়ে অবস্থিত জাদুঘরে নিদর্শন হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, নবাব ফয়জুন্নেছা ওয়াকফ স্টেটের মোতোয়াল্লী সৈয়দ মাসুদুল হক, সাবেক মোতোয়াল্লী সৈয়দ কামরুল হক, জাতীয় জাদুঘরের উপ-পরিচালক মনিরুল হক, উপ-পরিচালক শওকত ইমাম খান, উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, ফয়জুন্নেসা জমিদার বাড়ি জাদুঘরের ইনচার্জ আনোয়ার হোসেন, সাংবাদিক এমএস দোহা প্রমুখ।
নিদর্শন সংগ্রহ অনুষ্ঠানে ফয়জুন্নেছার বংশধররা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত আত্মীয়দের নিকট এ মহিয়ষী নারীর ব্যবহৃত ও সংগৃহীত অনেক মূল্যবান জিনিসপত্র রক্ষিত আছে। পর্যায়ক্রমে এসব মূল্যবান জিনিসপত্র সংগ্রহ করে জাদুঘরে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হবে।