Featured

Type Here to Get Search Results !

লাকসাম জাদুঘরে নবাব ফয়জুন্নেছা রচিত ঐতিহাসিক রূপ জালাল কাব্যগ্রন্থের পান্ডুলিপি হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘরে নবাব ফয়জুন্নেছা রচিত ঐতিহাসিক রূপ জালাল কাব্যগ্রন্থের পান্ডুলিপিসহ তাঁর ব্যবহৃত নানা নিদর্শন হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর বংশধররা

পশ্চিমগাঁয়ে অবস্থিত জাদুঘরে নিদর্শন হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, নবাব ফয়জুন্নেছা ওয়াকফ স্টেটের মোতোয়াল্লী সৈয়দ মাসুদুল হক, সাবেক মোতোয়াল্লী সৈয়দ কামরুল হক, জাতীয় জাদুঘরের উপ-পরিচালক মনিরুল হক, উপ-পরিচালক শওকত ইমাম খান, উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, ফয়জুন্নেসা জমিদার বাড়ি জাদুঘরের ইনচার্জ আনোয়ার হোসেন, সাংবাদিক এমএস‌ দোহা প্রমুখ।

নিদর্শন সংগ্রহ অনুষ্ঠানে ফয়জুন্নেছার বংশধররা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত আত্মীয়দের নিকট এ মহিয়ষী নারীর ব্যবহৃত ও সংগৃহীত অনেক মূল্যবান জিনিসপত্র রক্ষিত আছে। পর্যায়ক্রমে এসব মূল্যবান জিনিসপত্র সংগ্রহ করে জাদুঘরে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হবে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার