Featured

Type Here to Get Search Results !

খালু শশুরের ঘর থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে খালু শশুরের পাক ঘর থেকে সুমন (২৬) নামে এক যুবকের ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) ভোরে লাকসাম পৌরসভার ১নং ওয়ার্ডের নশরতপুর উত্তরপাড়ার হাজীবাড়ির সুলতান আহমেদের পাক ঘর থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পিতা কাদ্রা গ্রামের সাইফুল ইসলাম জানান, সুমন তার খালু শশুর সুলতান আহমেদের বাড়িতে কেয়ারটেকারের কাজ করতো। অন্যান্য দিনের মতো শুক্রবার রাত ১১টার দিকে সে তার শয়ন কক্ষে ঘুমিয়ে যায়। ভোরে তার খালা শাশুড়ি  মনোয়ারা বেগম তাকে ডাকতে গিয়ে শোয়ার ঘরে না পেয়ে পাশে পাকঘরের ভুতুরের সাথে গামছা পেঁচিয়ে ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে চিৎকার করেন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে লাকসাম থানার এসআই আশরাফুল আলম মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয় লোকজন জানায়, সোস্যাল মিডিয়ায় কুড়িগ্রামের একটি মেয়ের সাথে তার পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তার সাথে নিয়মিত যোগাযোগ ছিল সুমনের। পরকীয়া প্রেমঘটিত কারণেও এমনটা ঘটতে পারে।

লাকসাম থানার ওসি সাহাবুদ্দিন খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার