ওই গ্রামের হুমায়ূন কবির জামান জানান, কাঁন্দি মুঈনুল ইসলাম পাঠাগারের উদ্যোগে চল্লিশ দিন তাকবিরে উলার সাথে নামাজ আদায় করে সাইকেল জিতেছে ৭ কিশোর। নির্বাচিত ৭ জনকে শুক্রবার (২৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে সাইকেল উপহার দেওয়া হয়।
কাঁন্দি মুঈনুল ইসলাম পাঠাগারের সভাপতি ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান পারভেজের সভাপতিত্বে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে আলোচনা দোয়া করেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা ড. মুখতার আহমেদ। এ সময় হাফেজ বেলায়েত হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।