Featured

Type Here to Get Search Results !

৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেলো ৭ কিশোর

নিজস্ব প্রতিবেদক: টানা চল্লিশ দিন তাকবিরে উলার (প্রথম তাকবির) সাথে নামাজ আদায় করে পুরস্কার হিসেবে সাইকেল পেলো সাত কিশোর। ঘটনাটি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের কান্দি গ্রামের।

ওই গ্রামের হুমায়ূন কবির জামান জানান, কাঁন্দি মুঈনুল ইসলাম পাঠাগারের উদ্যোগে চল্লিশ দিন তাকবিরে উলার সাথে নামাজ আদায় করে সাইকেল জিতেছে ৭ কিশোর। নির্বাচিত ৭ জনকে শুক্রবার (২৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে সাইকেল উপহার দেওয়া হয়। 

কাঁন্দি মুঈনুল ইসলাম পাঠাগারের সভাপতি ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান পারভেজের সভাপতিত্বে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে আলোচনা দোয়া করেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা ড. মুখতার আহমেদ। এ সময় হাফেজ বেলায়েত হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার