নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৭শ ভোটে ইউপি সদস্য পদে জয়লাভ করেন, আনিসুর রহমান সোহেল।
লাকসাম উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান জানান, রোববার (২৮ এপ্রিল) ইউপি সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
নির্বাচনে সালেপুর উত্তর মসজিদ বাড়ীর আনিসুর রহমান সোহেল ফুটবল প্রতীকে ৭০০ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়াও মুন্সী বাড়ীর আরিফুর রহমান মোরগ প্রতীকে ১ ভোট, তালুকদার বাড়ির মোঃ আবুল কালাম তালা প্রতীকে ৩৪৮ ভোট, স্কুল বাড়ির শাহা পরান ভ্যান গাড়ি প্রতীকে ৫১ ভোট ও হারুনুর রশিদ ঘুড়ি প্রতীকে ৩৯৬ ভোট পান।
প্রিজাইডিং অফিসার মোঃ শওকত আলী এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, ওই ওয়ার্ডের ইউপি সদস্য সফিউল্লাহর মৃত্যুতে এ পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।