Featured

Type Here to Get Search Results !

এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোতাহার হোসেন জুয়েলকে লাকসামে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য খাতে দেশের শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান এনাম মেডিকেল কলেজ ও হসপিটালের অধ্যক্ষ পদে পদোন্নিত পাওয়ায় প্রফেসর ডাঃ মোতাহার হোসেন জুয়েলকে সংবর্ধনা দিয়েছে লাকসাম জেনারেল হসপিটালের চেয়ারম্যান, পরিচালক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শুক্রবার রাতে হসপিটালের পক্ষ থেকে প্রতিষ্ঠানের দ্বিতীয় তলার হল রুমে এ সংবর্ধনা অুষ্ঠানের আয়োজন করা হয়।

লাকসাম জেনারেল হসপিটাল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ মজির আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি, দেশের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডাঃ মোতাহার হোসেন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (মেডিসিন বিভাগ) ও প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ডাঃ সালেহ আহমেদ (সালেহ), কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (শিশু বিভাগ) ও প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ডাঃ সাজেদুল হক (সাজেদ), ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ খসরু, ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলী আক্কাছ।

এ সময় হসপিটালের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন, সাবেক কাউন্সিলর আফতাব উল্যাহ চৌধুরী ঝন্টু, পরিচালক আলহাজ মোঃ সাইফুল ইসলাম, ম্যানেজার এমদাদুল হক, ডাঃ জুয়েলের সহকারী বাহাউদ্দিন মেম্বারসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, হসপিটালের সিনিয়র হিসাব রক্ষক পারভেজ আহমেদ। অনুষ্ঠানে ডাঃ জুয়েলকে ফুলেল সংবর্ধনা দেন হসপিটালের পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের শিকারি পাড়ার স্বনামধন্য ব্যক্তিত্ব বাগমারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আব্দুল বারী ভূঁইয়ার কৃতিসন্তান বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও  সার্জন প্রফেসর ডাঃ মোতাহের হোসেন জুয়েল তিনি দীর্ঘদিন ঢাকা এনাম মেডিকেল কলেজ ও হসপিটালের উপাধ্যক্ষ হিসেবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। একইসাথে তিনি লাকসাম জেনারেল হসপিটাল প্রাইভেট লিমিটেডের ভাইস চেয়ারম্যান, লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং ডক্টর ফোরাম অব লালমাই সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। 

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার