নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম-ঢাকা রুটে চলাচলকারী তিশা বাস চুরি হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টায় নাঙ্গলকোটের লোটাস চত্বর থেকে বাসটি চুরি হয়।
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম-ঢাকা রুটে চলাচলকারী তিশা বাস চুরি হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টায় নাঙ্গলকোটের লোটাস চত্বর থেকে বাসটি চুরি হয়।
লাকসাম তিশা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল হোসেন জানান, তিশা ট্রান্সপোর্ট এক্সক্লুসিভ (ঢাকা-মেট্রো-ব-১৫-৭১৮৩) বাসটির মালিক হাবিবুর রহমান ঢাকায় থাকেন। আমি বাসটি পরিচালনা করি। চালক বৃহস্পতিবার নাঙ্গলকোটের লোটাস চত্তরে বাসটি পার্কিং করে রাখেন। সেখান থেকে ভোর সাড়ে ৪টার দিকে বাসটি চুরি হয়। এ সময় ষ্ট্যান্ডে থাকা একটি ছেলে চুরির বিষয়টি দেখতে পায়। খবর পেয়ে সকালে আমরা নাঙ্গলকোট থানায় গিয়েছি। কিন্তু থানার ওসি কোন মামলা বা অভিযোগ নেয়নি। লোক মারফত জানতে পেরেছি বাসটি নোয়াখালীর দিকে নিয়ে গেছে চোর চক্র।
নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, মামলা বা অভিযোগ নেয়ার চাইতে বাসটি খুঁজে বের করা জরুরি। খবর পাওয়ার পর পুলিশ ফোর্স পাঠিয়েছি। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে বাসটি অনুসন্ধানের চেষ্টা চলছে।
জাগো লাকসাম ।। লাকসাম অঞ্চলের জনপ্রিয় একটি অনলাইন পোর্টাল ।। ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর
এই পোর্টালের কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। বিস্তারিত দেখুন ...
Copyright © 2023 সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাগো লাকসাম