Featured

Type Here to Get Search Results !

তিশা বাস চুরি

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম-ঢাকা রুটে চলাচলকারী তিশা বাস চুরি হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টায় নাঙ্গলকোটের লোটাস চত্বর থেকে বাসটি চুরি হয়।

লাকসাম তিশা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল হোসেন জানান, তিশা ট্রান্সপোর্ট এক্সক্লুসিভ (ঢাকা-মেট্রো-ব-১৫-৭১৮৩) বাসটির মালিক হাবিবুর রহমান ঢাকায় থাকেন। আমি বাসটি পরিচালনা করি। চালক  বৃহস্পতিবার নাঙ্গলকোটের লোটাস চত্তরে বাসটি পার্কিং করে রাখেন। সেখান থেকে ভোর সাড়ে ৪টার দিকে বাসটি চুরি হয়। এ সময় ষ্ট্যান্ডে থাকা একটি ছেলে চুরির বিষয়টি দেখতে পায়। খবর পেয়ে সকালে আমরা নাঙ্গলকোট থানায় গিয়েছি। কিন্তু থানার ওসি কোন মামলা বা অভিযোগ নেয়নি। লোক মারফত জানতে পেরেছি বাসটি নোয়াখালীর দিকে নিয়ে গেছে চোর চক্র।

নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, মামলা বা অভিযোগ নেয়ার চাইতে বাসটি খুঁজে বের করা জরুরি। খবর পাওয়ার পর পুলিশ ফোর্স পাঠিয়েছি। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে বাসটি অনুসন্ধানের চেষ্টা চলছে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার