Featured

Type Here to Get Search Results !

লাকসামে জামায়াতের মোটর সাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক: ১৮ এপ্রিল কর্মী সম্মেলন উপলক্ষে লাকসামে জামায়াতের মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।


রোববার (১৩ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত লাকসাম দৌলতগঞ্জ বাজারের নোয়াখালী রোডের দৌলতগঞ্জ স্টেশন জামে মসজিদ মাঠ থেকে মোটর সাইকেল শোভাযাত্রাটি বের হয়ে পুরাতন বাস স্ট্যান্ড, ফতেহপুর, গাজীমুড়া, বেতিহাটি, গোবিন্দপুর, কলেজপাড়া, পশ্চিমগাঁও পুরান বাজার, দরগা রোড, সোয়া ছয়আনি পাড়া, কাজীপাড়া, উত্তর পশ্চিমবঙ্গ, রাজঘাট, ধানবাজার, উত্তর বাজার, বাইপাস, পূর্ব লাকসাম, কাদ্রা, ভোজপাড়া, গাইনেরডহরা, নরপাটি মাষ্টার বাজার, তাতিপাড়া, আজগরা, সাতবাড়িয়া, দক্ষিন বাইপাস, নোয়াখালী রোড, মেইন রোড হয়ে উত্তর বাজার মডেল মসজিদে এসে শেষ হয়।

জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী নেতৃত্বে মোটর সাইকেল শোভাযাত্রায় কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁদপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার আব্দুল মুবীন, পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শহীদ উল্লাহ, সহ-সেক্রেটারি মাস্টার একেএম শাহ আলম, নুরে আলম, মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ, অধ্যাপক আব্দুল কাহহার, আকতার হোসেন আজাদীসহ পৌরসভা ও ওয়ার্ডের শত শত নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার