Featured

Type Here to Get Search Results !

৪ বছরের নাতনিকে ধর্ষণ চেষ্টা!

নিজস্ব সংবাদদাতা: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সাতেশ্বর গ্রামে ৪ বছরের নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মোঃ মনির ইসলাম (৪৭) এর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত ৯টায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী মনিরকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।

মনোহরগঞ্জ থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মনোহরগঞ্জ উপজেলার খিলার সাতেশ্বর এলাকায় ৪ বছর বয়সের কন্যা শিশুকে একই বাড়ির পাশের ঘরের বাসিন্দা মোঃ মনির ইসলাম (সম্পর্কে দাদা) গত ৩ এপ্রিল দিবাগত রাত ৯টার দিকে কোলে নেওয়ার কথা বলে মনির তার বসত ঘরের সিঁড়িতে নিয়ে যায়। এক পর্যায়ে শিশুটির যৌনীতে মনির আঙ্গুল ঢুকিয়ে ও মনিরের পুরুষাঙ্গ ফাইজার হাতে লাগিয়ে রাখে। এতে ফাইজা চিৎকার করলে পাশের ঘরের লোকজন ঘটনাটি দেখতে পান। মূহুর্তের মধ্যেই বিষয়টি ছড়িয়ে পড়লে মনির পালানোর চেষ্টাকালে এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

শুক্রবার (৪এপ্রিল) ফাইজার মা বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি যৌন পীড়ন সংক্রান্ত মামলা দায়ের করেন। মনোহরগঞ্জ থানার মামলা নং-২/৩৫, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধণী/০৩) এর ১০। মামলাটি এসআই প্রবীন দেব তদন্ত করছেন।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে জানান- ঘটনাটি শুনে আমরা অভিযুক্ত মনিরকে গ্রেপ্তার করে পুলিশের পাহারায় মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হচ্ছে । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার