Featured

Type Here to Get Search Results !

দুর্বৃত্তের আগুনে পুড়লো বিএনপি নেতার বাড়ি

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে পুড়ে গেছে বিএনপি নেতা ও ঠিকাদার মো. আবুল হোসেনের পাঁচ কক্ষবিশিষ্ট একটি বসতঘর। শুক্রবার দিবাগত রাত (৫ এপ্রিল) ১টা ৪৫ মিনিটের দিকে কোমারডোগা গ্রামে সংঘটিত এ অগ্নিকাণ্ডে ঘরের সমস্ত নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র ভস্মীভূত হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা ওমর ফারুক জানান, জংশন এলাকা থেকে ফেরার পথে আগুনের শিখা দেখে তিনি চিৎকার শুরু করেন। এরপর এলাকাবাসী ছুটে এসে বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

খবর পেয়ে রাত আড়াইটার দিকে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের বাড়িঘর আগুন থেকে রক্ষা পেলেও ভবনে থাকা সেন্টারিং কাঠ, বাঁশ, দরজা-জানালা, টিনের ছাউনি এবং অন্যান্য নির্মাণ সামগ্রীসহ সব কিছুই পুড়ে যায়। এ সময় ঘরে কেউ ছিল না। ঘরে থাকা নির্মাণ শ্রমিকরা ঈদ উপলক্ষে নিজ নিজ বাড়িতে ছিলেন। বাড়ির মালিক আবুল হোসেনও ছিলেন ঢাকায়।

বাড়ির মালিকের ভাতিজা মাহমুদুল হক রাসেল বলেন, “বাড়িতে কোনো গ্যাস, বৈদ্যুতিক সংযোগ বা দাহ্য পদার্থ ছিল না। এটি পরিকল্পিত অগ্নিসংযোগ বলে আমরা মনে করছি।” পার্শ্ববর্তী বাসিন্দারাও একই মন্তব্য করেছেন।

উল্লেখ্য, বছর খানেক আগেও ঐ বিএনপি নেতার পাক ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

লাকসাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম বলেন, “আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তাধীন।”

এদিকে, ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দোষীদের সনাক্ত আইনের আওতায় আনা হবে।”

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার