শনিবার (১২ এপ্রিল) দুপুরে লাকসাম দৌলতগঞ্জ বাজারের সদর রোড, ব্যাংক রোড, ধান বাজার, রাজঘাট, উত্তর বাজার, পৌরসভা রোডসহ শহরের বিভিন্ন অলিগলিতে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ রেজাউল করিম, পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সহিদ উল্লাহ, সহ-সেক্রেটারি মাস্টার একেএম শাহ আলম, নুরে আলম, মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ, অধ্যাপক আব্দুল কাহহার, আকতার হোসেন আজাদীসহ পৌরসভা ও ওয়ার্ড নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।